খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডারের লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন
খাগড়াছড়ি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সদরস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
বুধবার (১ অক্টোবর) সকালে তিনি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং মেজর কাজী মোস্তফা আরেফিন (জিটুআই)।
মন্দিরে উপস্থিত ছিলেন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি বাবু স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণ।
এসময় ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ পূজা কমিটির নিকট উপহার সামগ্রী প্রদান করেন। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজা-উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।”
পরে তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে মন্দির ত্যাগ করেন।
স্থানীয়রা ব্রিগেড কমান্ডারের এ সফরকে শুভ উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, উৎসবের সময়ে প্রশাসনের আন্তরিক উপস্থিতি মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করেছে।