খাগড়াছড়ি সদরপ্রধান খবর

পরিস্থিতি নিয়ন্ত্রণে, সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসাথে থাকার আহ্বান বিজিবির

খাগড়াছড়িতে সাম্প্রতিক উত্তেজনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি বিজিবি সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খাগড়াছড়ি বিজিবি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম।

তিনি বলেন, “গত ২৭ সেপ্টেম্বরের ঘটনার সময় কিছু অসাধু মহল শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করলেও বর্তমানে পরিস্থিতি বিজিবি ও প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। খাগড়াছড়ি শহর ও সদর বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা স্থানীয় প্রশাসনের পাশে থাকবে।”

কর্ণেল মোত্তাকিম জানান, বর্তমানে ৯ প্লাটুন বিজিবি সদস্য শহর ও স্বনির্ভর বাজার এলাকায় দিনে-রাতে সার্বক্ষণিক টহল দিচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ২ প্লাটুন সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো ও টহল জোরদার করেছে।

তিনি বলেন, “পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই মিলে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখা জরুরি। আমরা প্রথমে বাংলাদেশি—এই পরিচয়ের ঊর্ধ্বে কোনো বিভাজন নেই। দেশের স্বার্থে খাগড়াছড়ি তথা পাহাড়ের সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে সম্প্রীতি রক্ষা করতে হবে।”

প্রেস ব্রিফিংয়ে কর্ণেল মোত্তাকিম আরও সতর্ক করে বলেন, “যদি কোনো পক্ষ পুনরায় পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ের শেষে বিজিবির পক্ষ থেকে খাগড়াছড়িকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

Related Articles

Back to top button