খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ চলছে

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে ‘জুম্ম ছাত্র-জনতা’।
আজ (২৭শে সেপ্টেম্বর) সকাল ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত, যার ফলে পুরো জেলায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এতে দিনমজুর ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন জেলা থেকে খাগড়াছড়িতে আসা পর্যটকরাও এই অবরোধের কারণে বিপাকে পড়েছেন।
উল্লেখ্য, গত ২৩শে সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত একজনকে আটক করেছে এবং আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গতকাল এক সমাবেশ থেকে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ দ্বিতীয় দফায় এই অবরোধের ডাক দেওয়া হয়।