খাগড়াছড়ি সদরপ্রধান খবর

আগামীকাল খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের নৃশংস ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি জনপদ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে “জুম্ম ছাত্র জনতা”র ব্যানারে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া, আদালত সড়ক, নারকেল বাগান প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদী সমাবেশে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

তিন দফার আলটিমেটাম ঘোষণা
সমাবেশ থেকে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়—
১. বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ।
২. পার্বত্য চট্টগ্রামজুড়ে নারী নিপীড়নবিরোধী নারী সমাবেশ।
৩. জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ
ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটি প্রাইভেট পড়তে বের হয়। রাত ৯টার পরও ফেরেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১১টার দিকে স্থানীয় একটি ক্ষেতে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তার অবস্থা গুরুতর।

পুলিশের অবস্থান
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন জানান, শিক্ষার্থীর পিতা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পরপরই শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে, বাকি দুইজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন,
“এটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। খুব শিগগিরই বাকি আসামিরাও গ্রেপ্তার হবে।”

ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ও সর্বস্তরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বক্তারা বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার সাহস পাচ্ছে। “ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর না হলে এই ভয়াবহতা কখনো থামবে না।”

আগামীকাল বৃহস্পতিবার ঘোষিত আধাবেলা অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। ন্যায়বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ।

Related Articles

Back to top button