খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা
“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে “স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয়” শীর্ষক অংশীজন সভা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আধুনিক সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ হেল্থ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় এ সভা আয়োজন করা হয়।
সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিসিএইএসটি’র চেয়ারম্যান আবু মোহাম্মদ জাকির হুসাইন। তিনি বলেন—
“জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কেবল সরকারের উদ্যোগে সম্ভব নয়, বরং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণসহ সবার সম্মিলিত প্রচেষ্টায়ই এটি বাস্তবায়ন সম্ভব।”
এ অংশীজন সভায় বক্তব্য দেন—জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফারুক আব্দুল্লাহ, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. জয়া চাকমা, সিনিয়র কনসালটেন্ট ডা. পূর্ণজীবন চাকমা, মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,
বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, হাসপাতালের সেবাপ্রদানকারী, নীতিনির্ধারক ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয়। এ ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণ আরও আস্থা নিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করবে।
সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক, জনপ্রতিনিধি ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সবার অভিমত—মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং এ ক্ষেত্রে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।






