খাগড়াছড়িতে যুবদের সভা অনুষ্ঠিত
তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের উদ্যোগে স্থানীয় প্রভাবশালী ও সম্ভাব্য সহভাগীদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তকরণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের মিলনপুরস্থ তৃণমূল উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় আস্থা প্রকল্পের সিভিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক ত্রিনা চাকমা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা। তিনি বলেন,
“যুবরা সমাজের পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। তাদেরকে হুইসেল ব্লোয়ার হিসেবে সম্পৃক্ত করলে সুশাসন ও দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে।”
এসময় আরও বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা এবং যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুব প্রধান মো. আল আমিন।
সভায় নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত থেকে যুবসমাজকে ইতিবাচকভাবে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।






