খাগড়াছড়ি সদরহাইলাইটস

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সৌরচালিত পানি প্রকল্পের উদ্বোধন

দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণি পাড়া ও কারিগরপাড়ার মানুষ। ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে হতো স্থানীয়দের। তবে সেনাপ্রধানের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী সৌরবিদ্যুতের মাধ্যমে টেকসই পানি প্রকল্প বাস্তবায়ন করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শুধু নিরাপত্তা নয়, জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। সেনাপ্রধান এখানকার মানুষের দাবির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তারই উদ্যোগে বিশুদ্ধ পানির এই ব্যবস্থা সম্ভব হয়েছে।”

প্রকল্প বাস্তবায়নের ফলে রেজামণি ও কারিগরপাড়ার প্রায় ১২০ পরিবার এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছে। স্থানীয়রা বলেন, “আগে ঝিরি ও কূপ থেকে পানি আনতে হতো, এখন ঘরেই বিশুদ্ধ পানি পাচ্ছি। এজন্য আমরা সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, সেনাপ্রধান চাকরি জীবনের শুরুতে রেজামণি পাড়া ক্যাম্পে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই স্মৃতির টানেই সেনাপ্রধান হওয়ার পর এলাকাটি পুনরায় পরিদর্শন করে এই প্রকল্পের উদ্যোগ নেন।

স্থানীয়দের আশা, সেনাবাহিনীর এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলে উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং মানুষের জীবনযাত্রায় আনবে ইতিবাচক পরিবর্তন।

Related Articles

Back to top button