দীঘিনালায় হেফাজতে ইসলামের আংশিক কমিটি ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর দীঘিনালা উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বেলছড়ি মাদ্রাসার হলরুমে কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইলিয়াস। সঞ্চালনায় ছিলেন মাওলানা হামিদুল্লাহ নোমান।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামিম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান এবং অর্থ সম্পাদক মাওলানা ক্বারি নাছির উদ্দীন।
আলোচনা-পরামর্শ শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা ইলিয়াসকে সভাপতি, মাওলানা হামিদুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে দীঘিনালা উপজেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।