পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে ছাগলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার লোগাং বাজার সীমান্ত এলাকা থেকে জেমসিং ত্রিপুরা (৪৫) নামের ওই ভারতীয় নাগরিককে আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির বৌদ্ধনগরপাড়া বিওপির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন টহল দলের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীম। বিজিবি জানায়, জেমসিং ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে লোগাং বাজার থেকে দুইটি ছাগল কেনেন। ছাগলসহ ভারতে ফেরার সময় তাকে আটক করা হয়।
আটক জেমসিং ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইনগরবাড়ি থানার দেশপাড়া গ্রামের বাসিন্দা। আটকের সময় তার কাছ থেকে দুইটি ছাগল জব্দ করা হয়েছে।
পরে বিজিবি তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “আটক ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে।