খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ ক্যাম্প ও মা সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি :“ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে পরিবার পরিকল্পনা পদক্ষেপের বিশেষ ক্যাম্প ও মা সমাবেশ। রোববার (১৪ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা উপজেলার বর্নাল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিক ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা। সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ফারুক আবদুল্লাহ।
আয়োজন শেষে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কেন্দ্র ও জরাজীর্ণ হাসপাতাল পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান।
আয়োজকরা জানান, এ ধরনের বিশেষ ক্যাম্পের লক্ষ্য হলো পাহাড়ি জনপদের মানুষের মাঝে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এতে প্রত্যন্ত এলাকার জনগণ সহজে এসব সেবা গ্রহণের সুযোগ পাচ্ছে।
বক্তারা বলেন, “পরিকল্পিত পরিবারই পারে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, এ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা, জয়া ত্রিপুরা, শহীদুল ইসলাম সুমন, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, কংজপ্রু মারমা প্রমুখ।





