পাহাড়ের রাজনীতিপ্রধান খবররাঙামাটি

ক্ষমতায় এলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হবে : দীপেন দেওয়ান

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় এলে অনুকূল পরিবেশ সৃষ্টি করে রাজনৈতিক মোকাবিলা করতে হবে। এজন্য সবাইকে সর্বদা একত্রিত থাকতে হবে।”

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “ধানের শীষ পেলেই যে বিজয়ী হবেন তা নয়। তাই সবাইকে সজাগ থাকতে হবে এবং এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না যাতে জাতীয় রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে।”

এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সাবেক সাংসদ ও উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “নির্বাচন নিয়েই ষড়যন্ত্র চলছে, তবে জনগণের ভোটের মাধ্যমেই ঠিক হবে কে ক্ষমতায় আসবে।”

এর আগে উৎসবমুখর পরিবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে সমবেত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভায় যোগ দেন।

Related Articles

Back to top button