পাহাড়ের রাজনীতি

লুটপাটে জড়িতদের আইনের আওতায় আনার দাবি বিএনপি’র

গত ১৭ বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটে জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বান্দরবান জেলা বিএনপি’র নেতারা।

বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত বিজয় মিছিল-পরবর্তী সমাবেশে দলটির শীর্ষ নেতারা এসব অভিযোগ করেন।

বিএনপি নেতাদের দাবি, ৩৫ বছর ধরে বান্দরবানে ‘সম্প্রীতির রূপকার’ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর বর্তমানে ১২৭৪ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা হয়েছে। এটি বান্দরবানবাসীর জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে লজ্জার।

নেতারা বলেন, গত ১৭ বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটে জড়িতদেরও আইনের আওতায় আনা হোক।

বিএনপি নেতারা আরও বলেন, ২০২১ সালের পৌরসভা নির্বাচনে ইভিএম কারচুপির মাধ্যমে এক দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান বানানো হয়, যা ছিলো সম্পূর্ণ অনৈতিক ও গণতন্ত্রবিরোধী।

নেতারা বলেন, বীর বাহাদুর পাহাড়ের ঐতিহ্যবাহী রাজ পরিবারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন এবং হাজার বছরের ঐতিহ্যবাহী ‘রাজপূণ্য মেলা’ বন্ধ করে দিয়েছেন পরিকল্পিতভাবে।

নেতারা আরও বলেন, “গত এক বছর আগে ছাত্র আন্দোলনে সরকারের পতন ঘটে। তাই আগামীতে তরুণ সমাজকে ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনে অংশ নিতে হবে।”

এর আগে বান্দরবান রাজার মাঠ থেকে শুরু হওয়া বিজয় র‍্যালিতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। শহর প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে শেষ হয় এ কর্মসূচি।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী, সদস্য সচিব জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, জসিম উদ্দিন তুষারসহ অন্যান্য নেতারা।

 

Related Articles

Back to top button