পাহাড়ের রাজনীতি

খাগড়াছড়িতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

৩৬ জুলাই ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস

৩৬ জুলাই ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে এই কর্মসূচি শুরু হয়।

বর্ণাঢ্য মিছিলটি চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। এতে জামায়াত, ছাত্রশিবিরসহ বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন,
‘২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু এখনো দুর্নীতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি রয়ে গেছে। আমাদের পরবর্তী লড়াই দুর্নীতির বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘তৎকালীন গণআন্দোলনে শহীদ ও আহতদের এখনো পুনর্বাসন করা হয়নি। আমরা তাদের পুনর্বাসনের দাবি জানাই।’

জেলা জামায়াতের আমির সৈয়দ আব্দুল মমিন বলেন, ‘ফ্যাসিবাদ বিদায় নিয়েছে—এটা আমাদের বড় অর্জন। এখন সময় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম শুরু করার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনাজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নানসহ জেলার বিভিন্ন থানার নেতাকর্মীরা।

Related Articles

Back to top button