পাহাড়ের রাজনীতি

এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে সমাবেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের উপর নিউইয়র্কে সংঘটিত হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সামনে জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তি ও শ্রমিক উইং জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি জেলা শাখার প্রধান সমন্বয়কারী বিপিন চাকমা, যুগ্ম সমন্বয়কারী মো. সাহেদুল ইসলাম, উজ্জ্বল চাকমা, দীপকর চাকমা, শহিদুল ইসলাম খান প্রমুখ।

বক্তারা বলেন, নিউইয়র্কে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং অন্য নেতৃবৃন্দ হামলার শিকার হয়েছেন। এ ঘটনা ন্যাক্কারজনক ও লজ্জাজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আরো বলেন, বিদেশের মাটিতে আওয়ামী লীগের এই ধরনের কর্মকাণ্ড শুধু দলের জন্য নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণশক্তি অর্জিত হয়েছে, প্রয়োজনে আবারও সেই শক্তি নিয়ে জনগণ মাঠে নামবে।

Related Articles

Back to top button