হাইলাইটসপ্রধান খবর

২৫ বছর বয়সেই জাতীয় দলের কোচ পাসারা

মাত্র ২৫ বছর বয়সেই বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের কোচ হিসেবে দায়িত্ব নিলেন থাইল্যান্ডের প্যাটারাথ্রোর্ন পাসারা। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এই তরুণ কোচ ইতোমধ্যেই ঢাকায় এসে কাজ শুরু করেছেন।

ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন খন্দকার মাহবুব বিল্লাহ, দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন নারী খেলোয়াড় সোনাম সুলতানা সোমা—এইসব অভিজ্ঞদের নিয়েই শুরু হচ্ছে পাসারার কোচিং পর্ব।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য ছিল চাইনিজ কোচ, কিন্তু বাস্তবতায় থাই কোচ নিয়োগ দিতে হয়েছে। ভারতসহ অনেক দেশেই তার উচ্চমূল্যায়ন রয়েছে।”

পাসারার অধীনে খেলোয়াড়দের গতি, ফিটনেস ও কৌশলগত দিকগুলোতে বড় পরিবর্তনের আশা করছে ফেডারেশন।

Related Articles

Back to top button