হাইলাইটস
২০ বছর ইউনাইটেডে থাকতে চান কোচ আমুরি
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হুবেন আমুরি জানালেন, তিনি ২০ বছর ধরে এই ঐতিহ্যবাহী ক্লাবের কোচ থাকতে চান। ক্লাবের সাফল্য ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ এই পর্তুগিজ কোচ।
এরিক টেন হাগের বিদায়ের পর গত নভেম্বর মাসে দায়িত্ব নেন আমুরি। যদিও শুরুর পথটা সহজ ছিল না। প্রিমিয়ার লিগে ইউনাইটেড ২৭ ম্যাচে মাত্র ৭ জয় পেয়েছে। ক্লাবটির ইতিহাসে এটি প্রিমিয়ার লিগ যুগের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।
তবে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ কোচের প্রত্যাশা অনেক বড়। তার ভাষায়, “আমি ২০ বছর থাকতে চাই। ইতিহাস ফেরাতে চাই। ফলাফলই সবকিছু ঠিক করে দেবে, কিন্তু আমি প্রস্তুত।”
সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের ২৬ বছরের সাফল্যগাথা পর্বের পর কেউ তিন বছরের বেশি সময় ইউনাইটেডে থাকতে পারেননি। সেই ধারাকে ভাঙতেই দৃঢ় প্রতিজ্ঞ আমুরি।