হাইলাইটসপ্রধান খবর

কমছে ফেডারেশনের সংখ্যা

একের পর এক নানা অপ্রচলিত খেলার অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা এখন ৫২। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত নতুন সংস্কার কমিটি এই অ্যাসোসিয়েশনগুলোর যৌক্তিকতা বিচার করে ফেডারেশনের সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

এরই মধ্যে ১৫টি অ্যাসোসিয়েশনকে চিহ্নিত করা হয়েছে। এগুলোর কোনোটির আন্তর্জাতিক সংগঠন খুঁজে পাওয়া দুষ্কর, কোনোটির আন্তর্জাতিক সংস্থা থাকলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) স্বীকৃতি নেই।

কয়েকটি খেলার আলাদা অ্যাসোসিয়েশন থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন আছে। সংস্কার কমিটি সেগুলো একীভূতকরণ বা প্রয়োজনে ক্রীড়া পরিষদের অধিভুক্তি বাতিলের জন্য সুপারিশ করতে পারে। কমিটির সদস্যসচিব, ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান বলেছেন, ‘আমরা বেশ কিছু অ্যাসোসিয়েশন নিয়ে এরই মধ্যে পর্যালোচনা করেছি। পরবর্তী সভায় এগুলো নিয়ে সিদ্ধান্ত হবে।

নতুন কিছু অ্যাসোসিয়েশনের আবেদনও আছে। তবে সংখ্যাটা আসলে বাড়বে না, কমার সম্ভাবনাই বেশি।’
যে ১৫টি অ্যাসোসিয়েশন ও ফেডারেশন নিয়ে পর্যালোচনা হচ্ছে সেগুলো হলো খো খো ফেডারেশন, মার্শাল আর্ট কনফেডারেশন, ইয়োগা অ্যাসোসিয়েশন, জুজুত্সু অ্যাসোসিয়েশন, সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, বুত্থান অ্যাসোসিয়েশন, বাশাআপ অ্যাসোসিয়েশন, চুকবল অ্যাসোসিয়েশন, থ্রো বল অ্যাসোসিয়েশন, ক্যারম ফেডারেশন, আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন, প্যারা অলিম্পিক কমিটি বাংলাদেশ ও বধির ক্রীড়া ফেডারেশন। প্যারা অলিম্পিক ও বধির ক্রীড়াকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আইন অনুযায়ী অন্য মন্ত্রণালয়ের সঙ্গে দেওয়া যায় কি না, সেটি বিবেচনায় আছে।

কমছে ফেডারেশনের সংখ্যা
ক্রীড়া প্রতিবেদক : একের পর এক নানা অপ্রচলিত খেলার অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা এখন ৫২। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত নতুন সংস্কার কমিটি এই অ্যাসোসিয়েশনগুলোর যৌক্তিকতা বিচার করে ফেডারেশনের সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

এরই মধ্যে ১৫টি অ্যাসোসিয়েশনকে চিহ্নিত করা হয়েছে। এগুলোর কোনোটির আন্তর্জাতিক সংগঠন খুঁজে পাওয়া দুষ্কর, কোনোটির আন্তর্জাতিক সংস্থা থাকলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) স্বীকৃতি নেই।

কয়েকটি খেলার আলাদা অ্যাসোসিয়েশন থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন আছে। সংস্কার কমিটি সেগুলো একীভূতকরণ বা প্রয়োজনে ক্রীড়া পরিষদের অধিভুক্তি বাতিলের জন্য সুপারিশ করতে পারে। কমিটির সদস্যসচিব, ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান বলেছেন, ‘আমরা বেশ কিছু অ্যাসোসিয়েশন নিয়ে এরই মধ্যে পর্যালোচনা করেছি। পরবর্তী সভায় এগুলো নিয়ে সিদ্ধান্ত হবে।

নতুন কিছু অ্যাসোসিয়েশনের আবেদনও আছে। তবে সংখ্যাটা আসলে বাড়বে না, কমার সম্ভাবনাই বেশি।’
যে ১৫টি অ্যাসোসিয়েশন ও ফেডারেশন নিয়ে পর্যালোচনা হচ্ছে সেগুলো হলো খো খো ফেডারেশন, মার্শাল আর্ট কনফেডারেশন, ইয়োগা অ্যাসোসিয়েশন, জুজুত্সু অ্যাসোসিয়েশন, সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, বুত্থান অ্যাসোসিয়েশন, বাশাআপ অ্যাসোসিয়েশন, চুকবল অ্যাসোসিয়েশন, থ্রো বল অ্যাসোসিয়েশন, ক্যারম ফেডারেশন, আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন, প্যারা অলিম্পিক কমিটি বাংলাদেশ ও বধির ক্রীড়া ফেডারেশন। প্যারা অলিম্পিক ও বধির ক্রীড়াকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আইন অনুযায়ী অন্য মন্ত্রণালয়ের সঙ্গে দেওয়া যায় কি না, সেটি বিবেচনায় আছে।

নাম পরিবর্তন হতে পারে মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের।

Related Articles

Back to top button