খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা
খাগড়াছড়ি প্রতিনিধি : প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
“ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকা উচিত” শীর্ষক বিষয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে নজরুল হাউজ ২৯৪.৫৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং রবীন্দ্র হাউজ ২৭৯.২০ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। এ গ্রুপে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করে আহনাফ ইসলাম শাকিল।
অন্য গ্রুপের মধ্যে ক গ্রুপে চ্যাম্পিয়ন হয় নজরুল হাউজ, গ গ্রুপে রবীন্দ্র হাউজ এবং ঘ গ্রুপে দ্বাদশ বি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।