শিক্ষা

ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শনীতে ফুটে উঠল মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার চিত্র

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

“কৌতূহল থেকে উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী। এতে স্থান পেয়েছে বিমান বিধ্বস্ত হওয়া মাইলস্টোন স্কুলের করুণ ঘটনার প্রতিরূপ।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।

এর মধ্যে উল্লেখযোগ্য—মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার চিত্র, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার,পরিবেশবান্ধব জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা,শক্তির অপচয় রোধের উদ্যোগ,বর্জ্য পুনর্ব্যবহার পদ্ধতি,গ্যাস লিকেজ শনাক্তকরণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থা প্রকল্পগুলো দর্শকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়া নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান কর্নার মেলায় বাড়তি মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. রাকিব ইবনে রেজওয়ান।

প্রধান অতিথি প্রদর্শিত স্টল ঘুরে দেখেন এবং বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, সুপ্ত প্রতিভা বিকাশ ও উদ্ভাবনী চিন্তাশক্তি জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।” তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চর্চায় উৎসাহিত করেন এবং বিজ্ঞান-প্রযুক্তিতে অগ্রসর হয়ে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Related Articles

Back to top button