সারাদেশ

কবিরহাটে যুবলীগ-ছাত্রলীগের মিলাদ মাহফিল ঘিরে ইমাম-মুয়াজ্জিন আটক

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ঘটনায় মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—নিজাম উদ্দিন (ইমাম), নজরুল ইসলাম (মুয়াজ্জিন) ও মো. করিম (ইউনিয়ন যুবলীগের সদস্য)।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‘স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের’ ব্যানারে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলাদ মাহফিলে অংশ নেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পার্শ্ববর্তী সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন দোয়া মাহফিল পরিচালনা করেন। পরবর্তীতে এ কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন তা দেখে অভিযান চালায়। রাতে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে।

এদিকে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মসূচি বন্ধ করে দেওয়ায় প্রতিবাদে যুবদল ও জামায়াতের যুব সংগঠনের নেতাকর্মীরা রাতেই চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।”

Related Articles

Back to top button