সারাদেশপ্রধান খবর

চট্টগ্রামে খালের পানির চাপে ভেঙে পড়ল সেতু, যানজটে অচল বায়েজিদ সড়ক

ছবি:সংগৃহীত

অব্যাহত বৃষ্টিপাতের কারণে পানিপ্রবাহ বেড়ে গিয়ে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কের শীতল ঝরনা খালের ওপর নির্মিত একটি পুরোনো সেতু ভেঙে গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ছয়টার দিকে সেতুটি ভেঙে গেলে সড়কে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই প্রকৌশলী জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালটি সম্প্রতি প্রশস্ত করা হয়। খাল প্রশস্ত হলেও সেতুটি ছিল ১৯৮০ সালের নকশায় নির্মিত পুরোনো ইটের কাঠামোর। পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় সেতুর পাশের মাটি সরে যায় এবং দেয়ালে ফাটল দেখা দেয়। ভোর থেকে ভারী বর্ষণের চাপ সইতে না পেরে সেতুটি দুই ভাগ হয়ে ভেঙে পড়ে।

সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস, ও শিক্ষাপ্রতিষ্ঠানের লোকজন যাতায়াত করেন। সেতু ভেঙে যাওয়ায় একটি পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আরেক পাশে সীমিতভাবে যানবাহন চলছে।

প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, “সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। খাল প্রশস্ত করার পর ঝুঁকি আরও বেড়ে যায়। পাঁচ কোটি টাকার প্রাক্কলন করে সংস্কারের জন্য দরপত্রের প্রক্রিয়া চলছে।”

মোটরসাইকেল আরোহী বেলায়েত হোসেন বলেন, “জরুরি কাজে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে এসে দেখি সেতু ভেঙে গেছে। এখন অনেক ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।”

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক শামসুল ইসলাম জানান, “সকাল ছয়টার দিকে সেতুটি ভেঙে যায়। এখন এক পাশ দিয়ে সীমিত পরিসরে গাড়ি চলাচল করছে। তবে ওই পাশটিও ঝুঁকিপূর্ণ।”

স্থানীয়রা দ্রুত সেতুটি মেরামতের দাবি জানিয়েছেন।

Related Articles

Back to top button