সারাদেশ

হিন্দু পল্লীতে হামলার ঘটনায় সাংবাদিক গ্রেপ্তার

রংপুরের হরিদেবপুরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার গভীর রাতে সদর উপজেলার গোকুলপুর চওড়াপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে সেনাবাহিনী।

রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সময় সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলাকারীদের উস্কানি দেন। তার বিরুদ্ধে পাওয়া ভিডিও ও অডিও ফুটেজের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

সেলিম রংপুরের একটি স্থানীয় পত্রিকায় কাজ করতেন।

প্রয়োজনে প্রতিটি রিপোর্টকে সংক্ষিপ্ত করে সোশ্যাল মিডিয়া বা মোবাইল অ্যাপের হোমপেজ উপযোগী করেও দিতে পারি। যদি চান, কোনটি আলাদাভাবে হাইলাইট করবেন তাও জানান।

Related Articles

Back to top button