“পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে তারাই হবে দেশ পরিবর্তনের কারিগর”— এমন মন্তব্য করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।
সোমবার (১৮ আগস্ট) থানচি মাল্টিপারপাস হলরুমে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজিত ও ডিয়াকোনিয়া বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
“ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ্যের বিচিত্র শক্তিই পারে সমৃদ্ধ দেশ গড়তে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউএনও আল-ফয়সাল বলেন, যুবসমাজ যে কোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি তাদের সক্রিয় অংশগ্রহণের ওপর নির্ভরশীল। তাই সাহস, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনকেএস নির্বাহী সদস্য নেমকিম বম। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন, থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি।