থানচি

থানচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ

বান্দরবানের থানচিতে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

উপজেলার ৪টি ইউনিয়নের ২৮০ পরিবারকে ২ বান ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া মিজোরাম থেকে ফিরে আসা ৫০টি বম পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়াসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এ কর্মসূচিতে পিআইও মো. মসফিুর রহমান, তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, “অসহায় ও কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানো এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”

Back to top button