থানচিপ্রধান খবর

সস্ত্রীক বান্দরবানে সার্জিস আলম, ভ্রমণের খবর জানেন না স্থানীয় এনসিপি নেতারা

কক্সবাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতা ঘুরতে যাওয়ার খবরে যখন আলোচনা চলছে, তখন সস্ত্রীক বান্দরবানে এলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তিনি লামা উপজেলার ইয়াংছা চেকপোস্ট পেরিয়ে বান্দরবানে প্রবেশ করেন। সময় ছিল সকাল ৯টা ৮ মিনিট। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ওসি তোফাজ্জল হোসেন।

তবে জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতারা জানান, এই সফর নিয়ে তারা কিছুই জানতেন না। তারা বলছেন, এটা সম্ভবত ব্যক্তিগত ভ্রমণ।

আরো জানা যায়, লামা আলীকদমের পরে দুপুরে থানচি উপজেলা সদরের তমা তুঙ্গি পর্যটন কেন্দ্রে কিছু সময় কাটিয়ে বান্দরবান শহরের দিকে রওনা হন। এনসিপি থানচি উপজেলা কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

বান্দরবান জেলা এনসিপির একজন যুগ্ম সম্পাদক বলেন, “সার্জিস আলমের বান্দরবান সফর সম্পর্কে আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। যেহেতু এটি তার ব্যক্তিগত সফর এবং কোনো দলের কর্মসূচি নির্ধারিত ছিল না, তাই আমরা কেউ তাকে স্বাগত জানাতে যাইনি। শুনেছি তিনি একাই এসেছেন, তবে পরে জানা যায় তার স্ত্রীও সঙ্গে রয়েছেন।”

থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, সারজিস আলম থানচি এসেছে বলে শুনেছি। তবে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। উনি ভ্রমণ শেষে থানচি ত্যাগ করেছেন।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ মতো গুরুত্বপূর্ণ দিনে কাউকে না জানিয়ে কক্সবাজারে গিয়েছিলেন এনসিপির পাঁচ শীর্ষ নেতা। এরপরই দলের ভেতরে শুরু হয় তীব্র বিতর্ক ও সমালোচনা।

৫ আগস্ট (মঙ্গলবার) কক্সবাজারে যান এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

স্থানীয়দের বরাতে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ওইদিন দুপুরে তারা কক্সবাজারের একটি হোটেলে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন—এমন গুঞ্জনও ছড়ায়।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ নেতাকেই বুধবার (৬ আগস্ট) শোকজ করে এনসিপি। তাদের ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। সে অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যেই তাদের জবাব দেওয়ার কথা।

Related Articles

Back to top button