বান্দরবানের থানচি উপজেলায় অভিযান চালিয়ে উদ্ধার করা ২টি দুর্লভ রাজ ধনেশ পাখিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বান্দরবান বিভাগীয় বন বিভাগের তত্ত্বাবধানে এসব পাখি পার্কে পাঠানো হয়।
বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুলাই থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে ছোট আকৃতির ২টি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, পাখিগুলো অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে ওই বাড়িতে রাখা হয়েছিল।
উদ্ধারের পর বন বিভাগের পক্ষ থেকে পাখিগুলোর স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়।
বন কর্মকর্তারা জানান, পাখি দুটি খুব ছোট ছিল । উড়তে পারত না। গায়ে পশমও হয়নি। ওই অবস্থায় বনে ছেড়ে দিলে পাখিগুলো কেউ শিকার করতে পারে। তাই লালন পালনের জন্য থানচি রেঞ্চে নিয়ে আসে কর্মকর্তারা। এর কিছুদিন পরে পাখিদুটিকে ছেড়ে দিলে সেটি থানচি রেঞ্জ থেকে থানচি মিশন পর্যন্ত উড়ে যায় । তখনও ভালোভাবে উড়তে পারে না। তখন আমরা আবারও খাবার দিয়ে পাখিটিকে ধরে নিয়ে আসি এবং লালন পালন করি। তবে এখনও ভালোভাবে উড়তে না পাড়ায় তাকে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।
পরে সব ধরনের প্রস্তুতি শেষে বৃহস্পতিবার সকালে অফিস চত্বরে গাড়িতে করে পাখিগুলো চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।