থানচিপ্রধান খবর

১ তারিখ খুলছে না কেওক্রাডং

পার্বত্য জেলা বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান কেওক্রাডং ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খোলার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি ।
তিনি বলেন, আমাদের আরো পর্যবেক্ষণ করা দরকার। খুলে দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকমের তথ্য কালেক্ট করতে হয়। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স এখনও হাতে পায়নি।
তিনি বলেন, সময় পজেটিভ হলে আমরা গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানিয়ে দিব। এটা ১ তারিখ হতে পারে বা তার আশে পাশের তারিখও হতে পারে।
প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে (২৭ সেপ্টেম্বর) মেঘলা পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেছিলেন, ১ অক্টোবর থেকে কেওক্রাডং খুলে দেওয়া হবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তা স্থগিত করা হয়েছে।

Related Articles

Back to top button