রুমাপ্রধান খবর

রুমায় রবি-এয়ারটেল নেটওয়ার্ক বিপর্যস্ত

উবাসিং মারমা, রুমা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলায় রবি ও এয়ারটেল নেটওয়ার্ক গত ২-৩ দিন ধরে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

নেটওয়ার্ক না থাকায় স্থানীয়রা পরিবারের সঙ্গে যোগাযোগ, মোবাইল ব্যাংকিং, ব্যবসা-বাণিজ্য, অনলাইন কার্যক্রম ও শিক্ষাজীবনে মারাত্মক সমস্যার মুখে পড়েছেন। বিশেষ করে উপজেলার দুর্গম ইউনিয়নগুলোতে এর প্রভাব বেশি পড়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

গ্রামের বাসিন্দা সাথোয়াই মারমা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা গ্রামের ভেতরে থাকি। পরিবারের সঙ্গে যোগাযোগ একমাত্র মোবাইল নেটওয়ার্কের মাধ্যমেই করি। কিন্তু কয়েক দিন ধরে নেটওয়ার্ক না থাকায় খুব কষ্টে আছি।”

ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “আমাদের পুরো ব্যবসা এখন মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল। বিকাশ-নগদে টাকা লেনদেন করতে না পারায় ব্যবসায় ক্ষতি হচ্ছে।”

রুমা কলেজের শিক্ষার্থী শৈসিংমং মারমা জানান, “অনলাইনে ক্লাস ও পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি না। মাঝেমধ্যে এরকম হয়, তবে এবার কয়েক দিন ধরে একেবারেই নেট নেই।”

উপজেলার সাধারণ মানুষের অভিযোগ, রবি ও এয়ারটেল নেটওয়ার্কে মাঝেমধ্যে সমস্যা দেখা দিলেও এবার টানা কয়েক দিন ধরে সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে। তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Back to top button