রুমায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মৌন মিছিল ও সভা
বান্দরবান রুমায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সচেতন নাগরিক সমাজ বৃহস্পতিবার সকালে মৌন মিছিল ও সভার আয়োজন করেছে।
মিছিলটি সকাল ১০টায় মধ্যমপাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরেই শেষ হয়।
প্রতিবাদ সভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন সুশীল সমাজের নেতা চ. নু মং মারমা, অ্যাডভোকেট উ. ম্যা সিং মারমা, অং চ মং কারবারী এবং নারী নেত্রী হ্লা ওয়াইসহ সচেতন নাগরিক সমাজের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট রুমা উপজেলার পাইন্দু হেডম্যানপাড়ায় এক কিশোরী সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়। অভিযুক্তরা হলেন— ক্য হ্লা ওয়াং মারমা, ক্য ওয়াং সাই মারমা, চ হাই মারমা, উ হাই সিং মারমা এবং ক্য সাই ওয়াং মারমা। ধর্ষকরা ভিকটিমকে হত্যার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন সময় ধর্ষণ করতে থাকে।
ঘটনা সামাজিকভাবে জানাজানি হওয়ার পর ১৯ আগস্ট মৌজা হেডম্যান সামাজিক বিচার বসিয়ে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করার চেষ্টা করেন।
পরে রুমা থানার পুলিশ বুধবার (২০ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ক্য সাই ওয়াং মারমা, ক্য হ্লা ওয়াং মারমা ও উ হাই সিং মারমাকে গ্রেফতার করে। বাকি দুই আসামি এখনও পলাতক এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।