রুমায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
রুমা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে রুমা উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির মোড় থেকে কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আয়োজনে সভাপতিত্ব করেন মারমা যুবসমাজ রুমার সভাপতি মংহাইনু মারমা।
উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি রিপন ত্রিপুরা, নারীবাদী প্রতিনিধি রেএয়ময় বম, রুমা প্রেসক্লাব সভাপতি শৈহ্লাচিং মারমা, মারমা যুবসমাজের সদস্য ড. ওয়াই নু মারমা ও সাধারণ সম্পাদক অংচোওয়া মারমা।
বক্তারা বলেন, “একজন স্কুলছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো মেয়ে এভাবে নির্যাতনের শিকার না হয়।”
মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা স্কুলে নিরাপদে পড়তে চাই। এ ধরনের ঘটনা আমাদের আতঙ্কিত করে তুলছে।”
মারমা যুবসমাজের নেতারা জানান, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, “ধর্ষকদের যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেতে না দেওয়া হয়।”
রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। ইতোমধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।