রুমা

রুমায় কাজুবাদাম ও কফি চাষে কৃষক প্রশিক্ষণ

রুমা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেন।

প্রশিক্ষণে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, গবেষণার অগ্রগতি, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং বাজারজাতকরণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক সিংনুপ্রু মারমা বলেন, “আমরা আগে সঠিকভাবে কাজুবাদাম ও কফি চাষ জানতাম না। প্রশিক্ষণ থেকে নতুন অনেক কিছু শিখলাম, ভবিষ্যতে এই চাষ আমাদের জীবনে সম্ভাবনার দ্বার খুলে দেবে।”

আরেক কৃষক থোয়াইচিংনু মারমা জানান, “এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত হলে আমরা আরও দক্ষ হতে পারব।”

রুমা উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম ফরিদুল হক বলেন, “কাজুবাদাম ও কফি চাষে পাহাড়ি অঞ্চলে বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে, কৃষকরা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পাহাড়ি এলাকায় কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরি হবে।

Related Articles

Back to top button