রুমা

জন্মাষ্টমীতে রুমায় শোভাযাত্রা

রুমা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী।

শনিবার (১৬ আগস্ট) সকালে রুমা সমন্বয় ভক্ত সমাজ ও সমন্বয় ছাত্র সমাজের উদ্যোগে উপজেলা সদরের কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মী, নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষ করে শিশুদের শ্রীকৃষ্ণ ও রাধার সাজ নজর কেড়ে নেয় দর্শনার্থীদের।

স্থানীয় ব্যবসায়ী পলাশ চৌধুরী বলেন, “প্রতিবছর জন্মাষ্টমীকে ঘিরে আমরা আনন্দ করি। এবারও সুন্দরভাবে আয়োজন হয়েছে, যা আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বকে দৃঢ় করে।”

সদর মহিলা মেম্বার কল্যাণী চৌধুরী জানান, “শিশুদের কৃষ্ণ-রাধার সাজ দেখে খুব ভালো লাগে। ধর্মীয় উৎসবগুলো সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে।”

রুমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। জন্মাষ্টমী উৎসব শুধু হিন্দু সম্প্রদায় নয়, বরং সকলের জন্যই আনন্দ ও শান্তির বার্তা বয়ে আনে।”

শোভাযাত্রা শেষে দেশ ও সমাজের শান্তি, মঙ্গল এবং সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Related Articles

Back to top button