রুমায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
রুমা (বান্দরবান) প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, অর্থনৈতিক সমৃদ্ধিতে অগ্রগতি” প্রতিপাদ্যে বান্দরবানের রুমা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী ভুমি কর্মকর্তা মানস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল দেব, কৃষি কর্মকর্তা এম এ ফজলুল হক, খাদ্য অধিদপ্তরের ফরিদুল হকসহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে যুবসমাজকে প্রযুক্তি ও আধুনিক দক্ষতায় সমৃদ্ধ করতে হবে। সরকার কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ, ঋণ ও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।
সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও উদ্যোক্তা যুবকদের মাঝে ঋণের চেক ও সনদপত্র প্রদান করা হয়। অতিথিরা মনে করেন, এ ধরনের আয়োজন যুব সমাজকে কর্মোদ্যমী ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, রুমা।