বান্দরবানে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলায় অংচুং খুমী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (৬ আগস্ট) রাতে রুমা সদর ইউনিয়নের মেনদুই পাড়া এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অংচুং খুমী রুমা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রফুংমক পাড়ার বাসিন্দা এবং মৃত থাংয়াই খুমীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি মেনদুই পাড়ার বাসিন্দা জাদি ম্রোর কাছে ৩০টি সেগুন গাছ বিক্রি করেন। প্রতিটি গাছের মূল্য ছিল ১,৫০০ টাকা করে। টাকা সংগ্রহের উদ্দেশ্যে মঙ্গলবার (৫ আগস্ট) তিনি জাদি ম্রোর বাড়িতে যান এবং সেখানেই রাত যাপন করেন।
ধারণা করা হচ্ছে, বুধবার সকালে নিজ গ্রামে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে তিনি খুন হন। বিকেলে স্থানীয়রা তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পাড়ায় খবর দেন। পরে রাত ১০টার দিকে পাড়াবাসীরা মরদেহ উদ্ধার করে প্রফুংমক পাড়ায় নিয়ে আসেন এবং বৃহস্পতিবার সকালে বিষয়টি পুলিশকে জানান।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, “ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এলাকায়। আমরা একটি মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। ফিরে এসে বিস্তারিত বলা যাবে।”