রুমাপ্রধান খবরবান্দরবান

রুমায় অস্ত্র মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি যিশুরাং ত্রিপুরা (৩৮)।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার এলাকায় এসআই এজাজ আহমেদের নেতৃত্বে থানচি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত যিশুরাং ত্রিপুরা বান্দরবান জেলার রুমা উপজেলার গ্যালাংগা ইউনিয়নের রামদু পাড়া গ্রামের মানলা ত্রিপুরার পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, যিশুরাং ত্রিপুরার বিরুদ্ধে ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর রুমা থানায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা (নং ০২/০৫) দায়ের করা হয়। পরবর্তীতে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করলে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতারের পর পুলিশ তাকে বলিবাজার থেকে সরাসরি বান্দরবান বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোরওয়ার্দি বলেন, “আসামিকে বান্দরবান জেলা কোর্টে হাজির করা হয়েছে। সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Related Articles

Back to top button