রুমা

রুমায় ৯৯ জন দুঃস্থ ও অসহায় পেলেন আর্থিক সহায়তা

রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় চারটি ইউনিয়নের গরিব, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এককালীন আর্থিক সহায়তা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রুমা বাজারের মায়াকুঞ্জ ভবনের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উপাঃ নাইন্দিয়া ভিক্ষু এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা খেমাজন ত্রিপুরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে দরিদ্র, অসহায় ও দুঃস্থদের চিকিৎসা ও শিক্ষা সহায়তার অংশ হিসেবে শিক্ষার্থী ১০৬ জন এবং নারী-পুরুষ ৯৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তার বরাদ্দ দেওয়া হয়েছে।

সভা শেষে ৯৯ জন নারী-পুরুষের প্রত্যেককে দুই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা বলেন, এই ধরনের আর্থিক সহায়তা গরিব ও অসহায় মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।

এর আগে (১২ অক্টোবর) শিক্ষার্থী ১০৬ জনের প্রত্যেককে দুই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Related Articles

Back to top button