রুমা

রুমায় ১০৬ শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান বিতরণ

বান্দরবানের রুমা উপজেলায় জেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা বাবদ এককালীন আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে রুমা সরকারি সাঙ্গু কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. ছোলজার রহমান। জেলা সমাজকল্যাণ পরিষদের সদস্য প্রধান অতিথি ছিলেন জসিম উদ্দিন, সদস্য,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রুমা সাঙ্গু সরকারি কলেজেল প্রভাষক সুইপ্রুচিং মার্মা, মো. হারুনুর রশিদ, নুখ্যাইপ্রু মার্মা প্রমুখ।

অনুদান বিতরণ অনুষ্ঠানে মোট ১০৬ জন শিক্ষার্থী ও অসহায় ব্যক্তিকে প্রতি জন ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি জসিম উদ্দিন বলেন, “সরকারের এই আর্থিক অনুদান শুধু সহযোগিতা নয়, এটি স্বনির্ভরতার পথে একটি সহায়ক পদক্ষেপ। যারা শিক্ষা সহায়তা পেয়েছেন, তারা যেন এই টাকা শুধুমাত্র শিক্ষার কাজে ব্যবহার করেন—এটাই সরকারের প্রত্যাশা। শিক্ষা মানুষের ভাগ্য পরিবর্তন করে, তাই এই অর্থের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

সভাপতি প্রফেসর মো. ছোলজার রহমান বলেন, “সমাজসেবা অধিদপ্তর অসহায় মানুষের পাশে সবসময় আছে। এই সহায়তা হয়তো সামান্য, কিন্তু এটি অনেকের জীবনে নতুন আশার আলো জ্বালাবে।”

অনুষ্ঠানে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

Related Articles

Back to top button