রুমায় গালেঙ্গ্যা ইউনিয়নের বৌদ্ধ ঐক্য ফ্রন্টের পরিচিতি সভা
বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের বৌদ্ধ ঐক্য ফ্রন্টের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) গালেঙ্গ্যা বাগানপাড়া বৌদ্ধ বিহার ছাত্রাবাস হলরুমে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের গালেঙ্গ্যা ইউনিয়ন শাখার সভাপতি কালামং মারমা। প্রধান অতিথি ছিলেন বিএনপির রুমা উপজেলা শাখার সাবেক সভাপতি উচমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক চসিঅং, বিএনপির রুমা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা, রুমা সদর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ক্যউসিং মারমা, রুমা উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিপলু মারমা, ছাংও পাড়া কারবারী সুইসিং মারমা এবং নারী নেত্রী ঞোমেউ মারমা।
সভা উপস্থাপনা করেন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক উশৈসিং মারমা এবং স্বাগত বক্তব্য রাখেন মংছোঅং মারমা।
বক্তারা বলেন, “আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে বৌদ্ধ ঐক্য ফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আলোচনা সভার এক পর্যায়ে ৫১ সদস্য বিশিষ্ট গালেঙ্গ্যা ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় গালেঙ্গ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়ার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।