রুমা

স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি রুমা সদর ইউনিয়ন সভায়

রুমা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রুমা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা।

সভায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা।

তিনি বলেন, “আমাদের ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষা খাতে মানোন্নয়ন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্যসেবায় সহজপ্রাপ্তি নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও জানান, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করা হবে। সভায় ইউনিয়ন পরিষদের সচিব উক্যথোয়াই চাক, ইউপি সদস্য, মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষে সবাই একমত হন, এ ধরনের সমন্বয় সভা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণ এর সুফল ভোগ করবে।

Related Articles

Back to top button