রুমায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে গণসচেতনতা অভিযান
বান্দরবানের রুমায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে গণসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পালিত হয়।
স্বাস্থ্যকর্মীরা জানান, জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে লালচে দাগ ও হাড়-গোড় ব্যথা—এসব ডেঙ্গুর সাধারণ লক্ষণ। আর বারবার জ্বর, শীত-ঠান্ডা লাগা, প্রচণ্ড দুর্বলতা ম্যালেরিয়ার লক্ষণ হিসেবে দেখা দেয়। সাম্প্রতিক সময়ে এসব রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এদিন হাসপাতাল চত্বরে ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি বটতলী পাড়া, বাগান পাড়া, মংশৈপ্রু পাড়া, আমতলী পাড়া ও কৈক্ষ্যংঝিড়ি এলাকায় দোকানপাট ও বাড়ি ঘুরে সচেতনতা সৃষ্টি করা হয়। স্থানীয়দের ময়লা-আবর্জনা ফেলার ক্ষতি এবং জমে থাকা পানিতে মশার প্রজননের ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়।
কর্মসূচিতে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির কর্মী, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সদস্য এবং রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা রুবেল বলেন,
“ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রথমে সাধারণ জ্বর ভেবে অবহেলা করা হয়। কিন্তু এ অবহেলা প্রাণঘাতী হতে পারে। তাই জ্বর হলে অবশ্যই দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে। পাশাপাশি ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা ছাড়া বিকল্প নেই।”
রুমা সদর ইউনিয়নের মহিলা সদস্য ক্রাসাউ মারমা বলেন, “ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে হবে। সবাই নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখলে এ রোগের প্রকোপ অনেকটাই কমে যাবে।”
সচেতনতামূলক এ উদ্যোগে স্থানীয়রাও সন্তোষ প্রকাশ করেছেন। বটতলী পাড়ার এক গ্রামবাসী বলেন, “এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ খুব দরকার ছিল। আগে এখানে ময়লা পড়ে থাকত, এখন পরিষ্কার হচ্ছে দেখে ভালো লাগছে।”
কৈক্ষ্যংঝিড়ি এলাকার বাসিন্দা মো. বেলাল বলেন, “বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের নিয়মগুলো আমাদের বোঝানো হয়েছে। এতে আমরা অনেক সচেতন হয়েছি। আশা করি এ ধরনের উদ্যোগ চলতে থাকবে।”
ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ধারাবাহিকভাবে পঞ্চম দিনের মতো রুমায় এ কার্যক্রম চালাচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সচেতনতা বাড়লে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকেও রক্ষা পাওয়া সম্ভব।






