রুমাপ্রধান খবর

রুমা বাজার–বগালেক সড়ক চলাচলের অনুপযোগী, দুর্ঘটনায় ঝুঁকি

উবাসিং মারমা, রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে রুমা বাজার থেকে বগালেক যাওয়ার থানাপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও পানি জমে থাকায় প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

রুমার অন্যতম ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় ব্যবসায়ী উসাং মারমা ও অংক্য মারমা বলেন, “বাজার থেকে থানাপাড়া হয়ে বগালেক পর্যন্ত সড়ক গর্তে ভরে গেছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছে, দুর্ঘটনাও ঘটছে।”

সিএনজি চালক মোহাম্মদ মালেক জানান, “গর্ত আর পানি জমে থাকার কারণে গাড়ি চালাতে কষ্ট হয়, অনেক সময় গাড়ি বিকল হয়ে যায়। দ্রুত সড়ক মেরামতের দাবি জানাই।”

সচেতন নাগরিক চিংসাথোয়াই মারমা বিপ্লব বলেন, প্রতিদিন অন্তত দুই হাজার মানুষ ও শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করেন। তাদের জীবনের ঝুঁকি এড়াতে দ্রুত সংস্কার জরুরি।

রুমা সদর ইউনিয়নের মেম্বার আব্বু বক্কর বলেন, “বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা জানান, “এ সড়কটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের জন্যও গুরুত্বপূর্ণ। থানাপাড়া এলাকায় রাস্তার অবস্থা খারাপ। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, দ্রুত সংস্কার হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার হলে দুর্ঘটনা কমবে এবং যাত্রী ও পর্যটকদের দুর্ভোগও লাঘব হবে।

Related Articles

Back to top button