রুমা

রুমায় ধর্মীয় অনুষ্ঠানে ভিক্ষু সংঘের সমাবেশ অনুষ্ঠিত

রুমা প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে অষ্টপরিষ্কার দানের মাধ্যমে রুমা কেন্দ্রীয় দেব বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এ আয়োজনে সংঘদান, পূজা ও বিভিন্ন দানকার্য সম্পন্ন করেন ভক্তবৃন্দ। ভিক্ষু সংঘের নেতৃবৃন্দ ধর্মীয় দিকনির্দেশনা দেন এবং সমাজে শান্তি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজপতি ও ধর্মীয় নেতৃবৃন্দ।

স্থানীয় এক ভক্ত জানান, “এ ধরনের আয়োজন আমাদের ভক্তি ও আধ্যাত্মিকতায় অনুপ্রেরণা জোগায়। আগামী প্রজন্ম যেন সঠিকভাবে বৌদ্ধ ধর্মের শিক্ষা লালন করতে পারে, সেটাই আমাদের কামনা।”

পার্বত্য ভিক্ষু পরিষদ জেলা সভাপতি উ: পইঞানাইন্দা বলেন, “প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য সমাজে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়া।”

অনুষ্ঠান শেষে ভিক্ষুদের উদ্দেশ্যে দান প্রদান এবং সমবেত প্রার্থনার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

Related Articles

Back to top button