রুমা

রুমায় জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবান জেলার রুমা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রুমা বাজারের মায়াকুঞ্জ ভবনের দ্বিতীয় তলায় এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি খলিলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মির ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক ছগির আহমদ বাবুল, বায়তুলমাল সম্পাদক দিদারুল ইসলাম, সহ-সেক্রেটারি গিয়াস উদ্দীন শাওন, সহ-বায়তুলমাল সম্পাদক মহি উদ্দীন মহিম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউনুস এবং প্রচার সম্পাদক ইরফান উদ্দীন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের অনিয়ম-অবিচার, উন্নয়ন ও জনগণের কল্যাণের বিষয়গুলো তুলে ধরেন। এজন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

সভায় সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

Related Articles

Back to top button