রুমা

রুমায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক-নেতৃবৃন্দের ওরিয়েন্টেশন

টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সামনে রেখে বান্দরবানের রুমায় শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি লিডারদের নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কার্যক্রমে সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ চিরান, রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মার্মা, বাংকেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ উদ্দিন এবং রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হুজাইফা মাহমুদ।

আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এ সময়ে— ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশু, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা পাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য পরিবার, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের আহ্বান জানান, নির্ধারিত সময়ে সন্তানদের নিয়ে এসে টিকাদান নিশ্চিত করতে।

Related Articles

Back to top button