মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত, চিকিৎসার জন্য বাংলাদেশে আশ্রয়
মিয়ানমারের মেদাই এলাকায় স্থলমাইন বিস্ফোরণে রকি আলম (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। পরে মানবিক বিবেচনায় চিকিৎসার জন্য তাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩৫ ও ৩৬ নম্বর পিলার এলাকা দিয়ে আহত অবস্থায় তিনি বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয়রা জানান, আহত যুবককে তার স্বজনরা দ্রুত কক্সবাজারের উখিয়ার কুতুপালং শিবির এলাকায় নিয়ে যায় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, “মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে গুরুতর আহত রোহিঙ্গাকে আমরা উখিয়া হাসপাতালে নিতে দেখেছি। তার অবস্থা খুবই খারাপ মনে হয়েছে।”
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, আহত ব্যক্তি বাংলাদেশের বা উখিয়া ক্যাম্পের বাসিন্দা নন। তাই বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আহত রোহিঙ্গাকে চিকিৎসার জন্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী মিয়ানমার এলাকায় সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে, যা স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।