নাইক্ষ্যংছড়িপ্রধান খবর

শূণ্যরেখার খাল থেকে গুলি ম্যাগাজিনসহ এসএলআর জব্দ

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের মিয়ানমার- বাংলাদেশের শূণ্যরেখার খালের পানি থেকে গুলি ও ম্যাগাজিনসহ একটি এসএলআর জব্দ করেছে বিজিবি।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের খাল থেকে এ অস্ত্র ও গুলি জব্দ করা হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি বলেন, “ঘুমধুমের ৩১ নম্বর সীমান্ত পিলার থেকে ১০০ গজ পূর্বে শূণ্যরেখার খালে স্থানীয় কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এক পর্যায়ে জেলেরা খালের পানির নিচে লাঠির মত শক্ত কিছু একটা হাতড়ে পান। পরে সন্দেহজনক ওই জিনিসগুলো তুলে এনে ম্যাগাজিনসহ একটি বিদেশি অস্ত্র দেখতে পান। এরপর জেলেরা বিষয়টি বিজিবির স্থানীয় চৌকিতে খবর দেন। খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় একটি এসএলআর, ১৩ টি গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।”

বিজিবি কর্মকর্তা খায়রুল আলম জানান, অস্ত্রটি খালের পানিতে কারা, কিভাবে পেলে গেলো তা জানতে বিজিবি খোঁজ খবর নিচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্তে সক্রিয় কোন সশস্ত্র গোষ্ঠী অস্ত্রটি খালের পানিতে ফেলে রাখতে পারে। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button