নাইক্ষ্যংছড়িপ্রধান খবর

ঘুমধুম সীমান্তের ওপারে গোলাগুলি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংগঠন আরসা (Arakan Rohingya Salvation Army) ও স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মির (Arakan Army) মধ্যে গোলাগুলি হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে ঘুমধুম সীমান্তবর্তী ৩৪ ও ৩৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

সীমান্তবাসী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য অনুযায়ী, ভোরে মিয়ানমারের সীমান্তঘেঁষা এলাকা থেকে প্রথমে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। পরে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের কাছে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমকর্মী মাহমুদুল হাসান জানান, “তুমব্রু সীমান্তের ওই এলাকায় আরসা ও আরাকান আর্মির মধ্যে গোলাগুলি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, “সীমান্তে গোলাগুলির বিষয়টি স্থানীয়রা জানিয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।”

Related Articles

Back to top button