ঘুমধুম সীমান্তের ওপারে গোলাগুলি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংগঠন আরসা (Arakan Rohingya Salvation Army) ও স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মির (Arakan Army) মধ্যে গোলাগুলি হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে ঘুমধুম সীমান্তবর্তী ৩৪ ও ৩৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
সীমান্তবাসী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য অনুযায়ী, ভোরে মিয়ানমারের সীমান্তঘেঁষা এলাকা থেকে প্রথমে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। পরে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের কাছে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমকর্মী মাহমুদুল হাসান জানান, “তুমব্রু সীমান্তের ওই এলাকায় আরসা ও আরাকান আর্মির মধ্যে গোলাগুলি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।”
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, “সীমান্তে গোলাগুলির বিষয়টি স্থানীয়রা জানিয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।”