নাইক্ষ্যংছড়িপ্রধান খবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় লাকি সিং (২৪) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কুড়াতে মিয়ানমারের ভেতরে প্রবেশ করলে হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে লাকি সিংয়ের বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা এবং সুমং কারবারির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মাইন বিষ্ফোরণে এক নারী আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এতে করে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

Related Articles

Back to top button