নাইক্ষ্যংছড়ি

বান্দরবানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ দুই নারী আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া বায়েই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকা জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবা ও অর্থ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, মাদক নির্মূল করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button