নাইক্ষ্যংছড়িতে সৎ ভাইয়ের হাতে কিশোর খুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় পারিবারিক বিরোধের জেরে সোহেল বড়ুয়া (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে তার সৎ ভাই সুপন বড়ুয়া (৩০)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের শীলপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সোহেল ও অভিযুক্ত সুপন দুজনই রাধাকান্ত বড়ুয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ছুরিকাঘাতের পর সোহেলকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন—“সৎ ভাইয়ের হাতে সহোদর ছোট ভাই সোহেল বড়ুয়া খুন হয়েছেন। জনতার সহায়তায় ঘাতক সুপন বড়ুয়া আটক আছেন। হত্যার কারণ অনুসন্ধান চলছে।”
হাসপাতাল থেকে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।






